সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে অনেক অবকাঠামো উন্নয়ন হয়েছে। কিন্তু দুঃখ হচ্ছে এখনও সড়কে শৃঙ্খলা ফেরেনি। বিআরটিএকে নিয়েও অনেক অভিযোগ শুনতে হয়। শর্ষের ভূত অবশ্যই তাড়াতে হবে।
তিনি বলেন, সড়ক ও সেতু উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী অগ্রাধিকার ভিত্তিতে বরাদ্দ দিলেও কেন শৃঙ্খলা ফিরে আসছে না? সড়ক নির্মাণ কাজের গুণগত মান নিয়েও কোথাও কোথাও প্রশ্ন আছে।
রাজধানীতে সরকারি বাসভবন থেকে বুধবার চট্টগ্রামের সড়ক ও জনপথ অধিদফতর চট্টগ্রাম সড়ক জোন, বিআরটিসি, বিআরটিএ, টানেল প্রকল্পের অগ্রগতি ও ঈদ প্রস্তুতি সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিআরটিসি রাষ্ট্রীয় পতাকাবাহী গণপরিবহন সংস্থা। শেখ হাসিনা সরকার এ প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ানোর চেষ্টা করেছেন। বহরে যুক্ত হয়েছে সহস্রাধিক বাস এবং পাঁচ শতাধিক ট্রাক। বিআরটিসি চট্টগ্রাম ডিপো বাস চালনা, ইজারা প্রদান, টিপ ব্যবস্থাপনা, মহিলা সার্ভিস, আদায়কৃত অর্থ জমাদানে অনিয়ম, ট্রাকের ভাড়া জমাদানে অনিয়মসহ নানা অনিয়মের অভিযোগ আমার কাছে আছে। দুর্নীতি আর অনিয়মের বৃত্ত থেকে বেরিয়ে না এলে এ প্রতিষ্ঠান টেকানো কঠিন হবে। ডিপো কেন্দ্রিক অনিয়ম বন্ধের কথা বলছি। সতর্ক বা সংশোধন না হলে কাউকে ছাড় দেয়া হবে না।